GDPR

রিভ অ্যান্টিভাইরাস ও জিডিপিআর

 

জিডিপিআর কী?

জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কার্যকর করা বিধিমালা।

প্রতিষ্ঠানসমূহের জন্য জিডিপিআর এর বিধি

জিডিপিআর কার্যকর করতে প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের পণ্য ও সেবা ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ব্যক্তির অনুমতি প্রয়োজন।

রিভ অ্যান্টিভাইরাস ও জিডিপিআর

রিভ অ্যান্টিভাইরাস ব্যক্তিগত তথ্যের স্পর্শকাতরতায় বিশ্বাসী। আমরা কেবল তখনই আপনার কাছে কোনো তথ্য জানতে চাই- যখন আপনি আমাদের পণ্য বা সেবা ব্যবহারে চুক্তিবদ্ধ হন, কোনো বিশেষ সেবা চালু করতে আবেদন করেন বা ওয়েবসাইটের কার্যক্রমে নিজেকে সংযুক্ত করেন। এসব তথ্য কেবলমাত্র আপনার প্রয়োজন ও চাহিদা জানার জন্য ব্যবহৃত হয়। ব্যক্তিগত তথ্য কেবল নিচের ক্ষেত্রগুলোতেই জানতে চাওয়া হয়: • অনলাইনে কোনো পণ্য অর্ডার করলে তা যথাযথভাবে কাঙ্ক্ষিত প্রাপ্তিস্থানে পৌঁছে দিতে আপনার ঠিকানাসহ তথ্যাদি প্রয়োজন হয় • কল করে বা লাইভ চ্যাটে আপনি কোনো সমস্যা জানিয়ে সাপোর্ট টিমের সহায়তা চাইলে নাম, লাইসেন্স নম্বর ইত্যাদি জানা প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে আপনি চাইলে এসব তথ্যও গোপন রাখতে পারেন, তবে রেজিস্ট্রেশনের সময় তথ্যসমূহ সঠিকভাবে পূরণ না করলে তা বাতিল বলে গণ্য হতে পারে।

জিডিপিআর বাস্তবায়নে আমাদের উদ্যোগ

পলিসি আপডেট

জিডিপিআর বাস্তবায়নের অংশ হিসাবে ইতোমধ্যে আমাদের গোপনীয়তার নীতি হালনাগাদ করা হয়েছে।

ডাটার নিরাপত্তা

রিভ অ্যান্টিভাইরাস ব্যক্তিগত তথ্যের স্পর্শকাতরতায় বিশ্বাসী। জিডিপিআর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা সার্বক্ষণিক ডাটার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করি।

ঘোষণা

এটি জিডিপিআর সংক্রান্ত ঘোষণামাত্র, যা আইনি পরামর্শ হিসাবে অগ্রহণীয়।